ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

আরেক রানু মণ্ডল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৬ মার্চ ২০২০ | আপডেট: ১২:০৩, ৬ মার্চ ২০২০

এক সময় রেল স্টেশনে দিন কাটাতেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া গানের দৌলতে রাতারাতি তারকা বনে যান ভারতের আলোচিত নারী রানু মণ্ডল। বলিউড, রিয়েলিটি শো থেকে পূজার থিম সং সবখানেই তার অবাধ বিচরণ দেখা গেছে। এবার সেই রানু মণ্ডলের ডুবলিকেট কপি অন্য এক নারীকে খুঁজে পাওয়া গেছে। যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা। 

কপালে তিলক কাটা, কীর্তনের আঙ্গিকে ‘তেরি মেরি কাহানি’ গাইলেন তিনি। সম্প্রতি অনিত খাখলারি নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে এমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। অবশ্য কীর্তনের আঙ্গিকে ওই নারী ‘তেরি মেরি কাহানি’ গানটি গাওয়ার চেষ্টা করেন। আলোচ্য বিষয় গান না হলেও তাকে দেখতে অবিকল রানু মণ্ডলের মতোই লাগছে। এমনটাই মনে করছেন নেটিজেনরা।

অসমের বাসিন্দা অনিত খাখলারি নামে যে ব্যক্তি ওই ভিডিও-টি পোস্ট করেছেন তিনি ক্যাপশানে লিখেছেন ‘রানু মণ্ডলের বোন, নতুন তেরি মেরি কাহানি’।

ভিডিও-টি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই ওই মহিলা সোশ্যাল মিডিয়ার আলোচনায় বিষয়বস্তু হয়ে ওঠেন। নেটিজেনদের অনেকেই ওই মহিলাকে দেখে মনে করছেন ‘ঠিক যেন রানু মণ্ডলের বোন’।

তবে এই নারী যে কে তার পরিচয় পাওয়া যায়নি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি