আ.লীগের সম্মেলনের আগেই সহযোগী সংগঠনের কাউন্সিল
প্রকাশিত : ২৩:২০, ২ অক্টোবর ২০১৯

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দলের শীর্ষ নেতাদের হওয়া জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, স্বচ্ছ ভাবমূর্তির নেতারা আওয়ামী লীগের আগামী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবে। আওয়ামী লীগের সম চিন্তার নয় -এমন কেউ যাতে দলের ভেতরে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
চলমান অভিযানের সঙ্গে সম্পৃক্ত কোন ব্যক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কারও নাম উল্লেখ করে আলোচনা হয় নাই। তবে, চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলের নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী।এ সময় যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের সম্মেলন করতে বলা হয়েছে জাতীয় সম্মেলনের আগেই।-বাসস।
এনএস/
আরও পড়ুন