ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

আলোর পথে ১৮৯ মাদকসেবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জামালপুর জেলার ১৮৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী তাদের অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে ফিরে এসেছেন। আজ বৃহস্পতিবার জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে তারা মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।

পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভপতিত্বে মাদকসেবী ও ব্যবসাীয়দের স্বেচ্ছায় আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, মুক্তিযোদ্ধা সুজায়াত আলী।

অনুষ্ঠানে মোখলেছুর রহমান বলেন, স্বেচ্ছায় মাদক ছেড়ে দেয়ায় সবার চিকিৎসা ও পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, মাদকের ব্যাপারে আমাদের সব সময় জিরো টলারেন্সে থাকতে হবে। যে কোনো দলের কোনো নেতা এমনকি পুলিশের কোনো সদস্য এর সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে মাদকসেবীরাও বক্তব্য রাখেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি