ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে শ্রমিক কলোনীর ১৩ কক্ষ

প্রকাশিত : ১৭:০৩, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ওই শ্রমিক কলোনীর ১৩টি কক্ষ, সামনে থাকা একটি দোকান এবং ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার তাজপুর এলাকার তমিজ উদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততক্ষণে শ্রমিক কলোনীর ১৩টি কক্ষ এবং একটি দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। কিন্তু ততোক্ষনে ওই শ্রমিক কলোনীর ১৩টি কক্ষ এবং একটি দোকান ও ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে বিষয়টি তদন্ত সাপেক্ষ বলা যাবে বলে তিনি জানান।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি