ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

আশুলিয়ায় একই পরিবারের চারজন দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকার আশুলিয়ায় আগুনে ৩০টি ঘর পুড়ে গেছেসময়  অগ্নিদগ্ধ হয়েছেন শিশুসহ একই পরিবারের চারজন

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক ও কাদের মহুরীর মালিকানাধীন দুটি শ্রমিক কলোনিতে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়  তিনজনকে আঙ্কাশজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন নাসিমা বেগম ও তাঁর আট মাস বয়সী শিশু ছেলে নাদিম, নাসিমার বোন সান্তনা ও বোনের স্বামী সোহেল রানা। এর মধ্যে সান্তনা স্থানীয় নারী ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বাকি তিনজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি