ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় আজাদ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মনির ও আসাদ নামের আরও দুই আরোহী।

মঙ্গলবার রাত ১০টার দিকে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আজাদ নোয়াখালীর হাতিয়ার হাসেম মিয়ার ছেলে। তিনি আশুলিয়ায় পাংশী সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জামগড়া এলাকা থেকে  মোটরসাইকেলযোগে আশুলিয়া যাওয়ার পথে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকায় বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা এনজিও কর্মী আজাদ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুত্বর আহত হন। তাদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি