ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানায়’ দুইজনের আত্মসমর্পণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:২৩, ১৬ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকার আশুলিয়ার নয়ারহাটের চৌরাবালি এলাকায় রাত থেকে র‌্যাবের ঘিরে রাখা সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে দু’জন আত্মসমর্পণ করেছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ফেলটেন্যান্ট কর্নেল মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, আত্মসমর্পণ করা দুইজন তাদের জানিয়েছেন টিনশেড ওই বাড়িতে আরও দুইজন পুরুষ রয়েছেন।

শনিবার রাত ১টার দিকে র‌্যাব ৪ ওই বাড়ি ঘিরে ফেলে। এরপর রোববার সকালে র‌্যাবের স্পেশাল ফোর্স ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি শুরু হয়।

মুফতি মাহমুদ বলেন, বাড়ির কাছে সকাল ৯টার পর র‌্যাবের একটি এপিসি যায়। বেলা সাড়ে ১১টার দিকে একটানা বেশ কিছুক্ষণ স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ আসে ওই বাড়ির দিক থেকে। এরপর বেলা ১২টার দিকে ওই বাড়ি থেকে একজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন।  

তিনি বলেন, আত্মসমর্পণকারী ব্যক্তি জানায়, ভেতরে আরও তিনজন রয়েছে। কোনো নারী বা শিশু তাদের মধ্যে নেই। এর মিনিট দশেক পর আরও একজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করে।

অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাব-৪ এর  অধিনায়ক অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবীর গণমাধ্যমকে বলেন, বেশ কিছুদিন ধরে আমরা এই জঙ্গিদের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় তাদের এই আস্তানার বিষয়ে নিশ্চিত হয়ে রাতে বাড়িটি ঘিরে ফেলা হয়। বাড়ির ভেতরে থাকা ‘জঙ্গিদের’ আত্মসম্পর্ণ করার আহ্বান জানিয়ে রাতে ও সকালে হ্যান্ডমাইকে বেশ কয়েকবার আহ্বান জানানো হলেও তখন তারা সাড়া দেয়নি।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি