ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

আসছে ফারুকীর ‘স্যাটারডে আফটারনুন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২২:১৫, ৩ জানুয়ারি ২০১৯

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেলে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটির কাজ সম্পন্ন হয়েছে। সেন্সরের জন্য ইতিমধ্যে ছবিটি জমা দেওয়া হয়েছে। সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পরই প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য যাবে সিনেমাটি।           

ফারুকীর ‘শনিবার বিকেলে’ ছবিটি বাংলাদেশে ঘটে যাওয়া জঙ্গি হামলার হোলি আর্টিজান ঘটনা থেকে অনুপ্রাণিত।  তবে ফারুকী বলেন, ছবিটি হোলি আর্টিজান ঘটনার পুনঃনির্মাণ না। সিনেমাটিতে হোলি আর্টিজান ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়েছি। হোলি আর্টিজানে ট্র্যাজেডি যেমন আছে, তেমনি আছে বীরত্বগাথা এসব আমাদের অনুপ্রেরণা।                
   
‘শনিবার বিকেলে’ সিনেমাটি নিয়ে এর আগে আন্তর্জাতিক মিডিয়াও খবর প্রকাশিত হয়।  

ছবিতে অভিনয় করেছেন, নুসরাত ইমরোজ তিশা, ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি, জাহিদ হাসান, ইরেশ যাকের, ভারতের পরমব্রতসহ আরও অনেকে।     
 
‘শনিবার বিকেল’ নির্মিত হয়েছে বাংলাদেশ-ভারত-জার্মান এর যৌথ প্রযোজনায়। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি এর প্রযোজনায় রয়েছে ছবিয়াল।            
    
এসি
      
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি