ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আয়কর মেলা শুরু বৃহস্পতিবার, সব তথ্য জানা যাবে ওয়েবসাইটে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১০ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:২৯, ১০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দেশব্যাপী দশম জাতীয় আয়কর মেলা আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। চলবে ২০ নভেম্বর পর্যন্ত।এবারের কর মেলার স্লোগান, ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর।’ এছাড়া আগামী ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। এরপর আয়কর রিটার্ন জমা দেয়া যাবে না। তবে উপ কর-কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন এবং জরিমানা দিয়ে রিটার্ন জমা দেয়া যাবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মেলায় ব্যক্তিশ্রেণির করদাতারা হয়রানিমুক্তভাবে রিটার্ন জমা দিতে পারবেন। বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী, জেলা শহরে ৪ দিনব্যাপী, ৪৮ উপজেলায় দুই দিন ও আট উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করবে এনবিআর। এবার দেশের ১২০ স্থানে আয়কর মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীর মেলা হবে মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে।

এবার করদাতারা যেন সহজে দ্রুত আয়কর পরিশোধ করতে পারেন, এজন্য রাখা হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা।

দেশের কোথায় কোথায় মেলা অনুষ্ঠিত হবে, মেলায় করদাতারা কী কী সুবিধা পাবেন, তা জানা যাবে আয়কর মেলার ওয়েবসাইট (www.aykormela.gov.bd) থেকে। প্রথমবারের মতো করদাতাদের সুবিধার্থে এ ওয়েবসাইট চালু করল এনবিআর।

এ ওয়েবসাইটে প্রবেশ করে করদাতারা টিআইএন ফরম, রিটার্ন ফরম, চালান ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি করদাতার নিকটস্থ কোথায় মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেটি জানতে পারবেন। ওয়েবসাইটে রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা দেয়া আছে।

নির্দেশিকার তথ্য অনুসরণ করে করদাতারা ঘরে বসেই রিটার্ন ফরম পূরণ করে আনতে পারবেন। চালান ফরম ডাউনলোড করে সেটি পূরণ করে আগেভাগেই নির্ধারিত ট্যাক্স ব্যাংকে জমা দিতে পারবেন। এতে কোনও কর অঞ্চলের অর্থনৈতিক কোড কত, তা-ও দেয়া আছে।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে এনবিআর করদানে উৎসাহিত করতে আয়কর মেলা চালু করে। প্রথম দিকে ঢাকা ও চট্টগ্রামে ওই মেলা আয়োজন করা হয়। পরবর্তীকালে জেলা ও উপজেলায় পর্যায়ে মেলা সম্প্রসারণ করা হয়।

এদিকে, টিআইএনধারীর সংখ্যা হু-হু করে বাড়লেও সে অনুপাতে রিটার্ন জমার সংখ্যা বাড়ছে না। অবশ্য রিটার্ন জমার সংখ্যা বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে এনবিআর। এ বিষয়ে এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য কালিপদ হালদার বলেন, টিআইএনধারীর সঙ্গে রিটার্ন জমাদানকারীর সংখ্যা বাড়ছে। গত বছর ২১ লাখের বেশি রিটার্ন জমা পড়েছে। টিআইএনধারীদের মধ্যে যারা রিটার্ন জমা দিচ্ছে না, তাদের খুঁজে বের করতে কর অঞ্চলগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি