ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

আয়ারল্যান্ডের ফুটবলার ডেভিডের জন্মদিন আজ

প্রকাশিত : ২০:৪০, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:৪০, ৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ডেভিড জেমস কোনলি আয়ারল্যান্ডের সাবেক ফুটবলার। ১৯৭৭ সালে আজকের এই দিনে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম ডেভিড জেমস কনলি। সবাই তাকে ডেভিড নামেই জানেন। খুব কম সময়ে ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। ডেভিডের জন্ম ইংল্যান্ডে হলেও আয়ারল্যান্ডের নাগরিত্ত নিয়ে খেলেন আয়ারল্যান্ডের জাতীয় দলে। আর যুব ক্যারিয়ারে প্রথম খেলা শুরু করেন ওয়াটফোর্ড ক্লাবে সঙ্গে। বয়সভিত্তিক ক্যারিয়ারেও ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলেন ওয়ার্টফোর্ডে। এরপর খেলেন ফায়ানর্ড ক্লাবে। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও এক্সেলয়ির। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৩ সালে নতুন করে উইম্বলডন ক্লাবে। এরপর খেলেন ওয়েস্ট হাম ইউনাইটেড, লিস্টার সিটি, উইগান অ্যাথলেটিক, সান্ডারল্যান্ড, সাউদাম্পটন, পোটর্সমাউথ ক্লাবে। ২০১৫ সালে এএফসি উইম্বলডন ক্লাবের হয়েই খেলা থেকে অবসর নেন তিনি। ডেভিডের খেলা শুধু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিলো না খেলেছেন জাতীয় পর্যায়েও। ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেন আয়ারল্যান্ডের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছেন ৪১টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি