ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা দুই সপ্তাহ ধরে নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ২০:২২, ১৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের গণিত বিষয়ের এক শিক্ষিকা দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, গত ২ জুলাই সন্ধ্যায় গ্রিন রোডের বাসা থেকে বের হয়ে ফেরদৌসি একরাম ফৌসিয়া নামের ওই শিক্ষিকা আর ফিরে আসেননি। এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গ্রিন রোডের একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন ফেরদৌসি। গত ২ জুলাই সন্ধ্যায় এক ছাত্রের সঙ্গে দেখা করার কথা বলে তিনি বাসা থেকে বের হন। তবে তিনি সঙ্গে নিজের মোবাইল ফোন নেননি। তারপর থেকেই তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

ফেরদৌসির বাবাও ওই স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে অনার্স এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি