ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ইএমএক্স ও ফস্ট্রা ইয়ালপেন ন্সেন্ট্রাম ই এসবারিয়া এবি চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিপণন ও ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে ইএমএক্স লিমিটেড এবং ফস্ট্রা ইয়ালপেন ন্সেন্ট্রাম ই এসবারিয়া এবি (ফার্স্ট এইড সেন্টার অব সুইডেন) মধ্যে চুক্তি সই হয়েছে। 

২ সেপ্টেম্বর ২০১৯ ঢাকার গুলশানের শেজাদ প্যালেসে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে ইএমএক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী খুররম আহমেদ এবং ফস্ট্রা ইয়ালপেন ন্সেন্ট্রাম ই এসবারিয়া এবির প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস উইকস্ট্রোম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এই চুক্তির ফলে ইএমএক্স লিমিটেড এখন থেকে ফস্ট্রা ইয়ালপেন ন্সেন্ট্রাম ই এসবারিয়া এবি- এর সকল সেবা এবং পণ্য সমূহ আরো অধিক সংখ্যক ক্রেতার নিকট পৌছে দিতে সক্ষম হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ইএমএক্স লিমিটেডের চিফ অ্যাকাউন্টেন্ট রুবেল আহমেদ, মার্কেটিং ম্যানেজার মোঃ আব্দুল ছাত্তার, ফার্স্ট এইড সেন্টার সুইডেন এর কান্ট্রি ম্যানেজার আহমেদ সাব্বির নাইহান এবং বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার ফরিদ উদ্দিন আকবর উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি