ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

‘ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক পলাশ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ১৩ অক্টোবর ২০১৯

বাংলাদেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় দিল্লিতে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। রোববার (১৩ অক্টোবর) দিল্লির অশোকা রোডে অবস্থিত অন্ধ্র ভবনের ভিআইপি হলে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে তাকে এ সম্মানা দেয়া হয়। 

যদিও ভিসা পেতে বিলম্ব হওয়ায় পলাশ মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তার পক্ষে সিসিএসর উপদেষ্টা ফিরোজ আলম সুমন অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার পলাশ মাহমুদের অংশ নেয়ার কথা রয়েছে।

ভারতের ‘ন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ডিস ফেডারেশন’ (এনওয়াইবিএএফআই) ও ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি’ (আইওয়াইএস) এর পক্ষ থেকে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ জন তরুণকে এ সম্মাননা দেয়া হয়েছে। নিজ নিজ দেশের বা সমাজের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তরুণদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

অনুষ্ঠানে ভারতের ‘ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট’ এর প্রতিষ্ঠাতা ড. এস.এন. সুবা রাও, দিল্লির রাজ্য সভার সংসদ সদস্য ড. নরেন্দ্র জাদব, ভারতের মানবাধিকার কমিশনের সদস্য দয়নেশ্বর মুলে, সংসদ সদস্য মনোজ তিয়ারী, ‘ন্যাশনাল সাফাই কর্মচারী আয়ওজ’ এর চেয়ারম্যান মনোহার জালা, ‘প্রেসিডেন্ট গান্ধী পিচ ফাউন্ডেশ’ এর প্রেসিডেন্ট কুমার প্রশান্ত ও ন্যাশনাল সমাজকল্যাণ বোর্ডের চেয়ারম্যান দাদা ইদাতেসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন পলাশ মাহমুদ। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)। সংগঠনটির বর্তমানে ২৬টি শাখা রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ হাজার শিক্ষার্থী এ সংগঠনের সদস্য হয়ে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটি আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রায় ৪০টি প্রোগ্রাম করেছে।

গত মে মাসে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে হাইকোর্টে সিসিএস এর পক্ষে পলাশ মাহমুদ রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে নামীদামী কোম্পানির ৫২টি পণ্য নিষিদ্ধ ঘোষণা করে তা বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। তখন বিষয়টি দেশে ব্যাপক আলোচিত হয়, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

সামাজিক কাজের পাশাপাশি পলাশ মাহমুদ সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন বিভাগে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এর আগে দৈনিক যুগান্তর, দৈনিক মানবজমিন, দৈনিক বণিকবার্তা ও দৈনিক ইনকিলাবে সুনামের সঙ্গে কাজ করেছেন। 

এছাড়াও পলাশ মাহমুদ বর্তমানে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি’ (আইওয়াইএস) বাংলাদেশ কান্ট্রিডিরেক্টর, থাইল্যান্ডের ‘ও-ইয়েস ফাউন্ডেশন’র কান্ট্রি কো-অর্ডিনেটর, সুইডেনভিত্তিক ‘ওয়ার্ল্ড পিস কনফারেন্স’ এর কান্ট্রি কো-অর্ডিনেটর হিসেবে দাযিত্ব পালন করছেন। গত সেপ্টেম্বর মাসে তিনি থাইল্যান্ডের ‘ও-ইয়েস ফাউন্ডেশন’ এর সেরা কান্ট্রি কো-অর্ডিনেটর পুরস্কার পান। এর আগে ২০১৭ সালে তিনি নেপালে সম্মাননা পান।

পলাশ মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (২০১১) ও স্নাতকোত্তর (২০১৩) সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি মিস্টার হিস্ট্রি, বিভাগীয় ছাত্রসংসদের কার্যকরী সদস্য, সাংগঠনিক সম্পাদক ও জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য, যুগ্ম-সম্পাদক ও সভাপতি (২০১১) হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি