ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ইবি’র ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের আদেশ কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরীকে পাশবিক নির্যাতন করা হয়েছে। বিচার বিভাগীয় ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন দুটিতেই এ নির্যাতনের কথা বলা হয়েছে। 

মঙ্গলবার প্রতিবেদন দুটি হাইকোর্টে পড়ে শুনিয়েছেন আইজীবীরা। রিপোর্ট আরও পর্যালোচনা করে কাল আদেশ দেবেন হাইকোর্ট। 

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন দাখিল করে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি। গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলে দুই দফায় ফুলপরীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের তাবাসসুমের বিরুদ্ধে।

বিচার বিভাগীয় প্রতিবেদনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সানজিদা চৌধুরী অন্তরা নেতৃত্বে অমানবিক, পাশবিক, নির্মম নির্যাতন করে ভুক্তভোগী ছাত্রীকে।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে পাশবিক নির্যাতনের সত্যতা মিলেছে। নির্যাতন করেন উর্মি, মিম, তাবাসসুম, জাহান। আর নেতৃত্বে ছিল সানজিদা চৌধুরী অন্তরা। 

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন দাখিল করে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি।

সোমবার সকালে ইবির ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেন। এর আগে রোববার সকালে রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন পাঠায় তদন্ত কমিটি। গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের তাবাসসুমের বিরুদ্ধে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ কর্তৃক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি