ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ইসলামপুর হানাদার মুক্ত দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৫৩, ৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আজ (৭ ডিসেম্বর) জামালপুরের ইসলামপুর উপজেলা হানাদার মুক্ত দিবস। একাত্তরের এই দিনে বাংলার অকুতোভয় মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ইসলামপুর উপজেলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে।

দিবসটি উপলক্ষে আজ (শুক্রবার) ইসলমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি