ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ইসিকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ সুজনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ১৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:০৮, ১৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এবারই প্রথম দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ্য করে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে সুশাসনের জন্য অধিকার (সুজন)।

আজ সোমবার সকালের জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেওয়া হয়। সংবাদ সস্মেলনে লিখিত ব্যক্তব পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম দলীয় সরকারের অধীনে জাতীয় সংসন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সাম্প্রতিক অনুষ্ঠিত কিছু নির্বাচনে প্রশাসন তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। যে কারণে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সর্তক হতে হবে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় প্রশাসন তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাবিত হওয়ার ঝুঁকি আরও বেড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সুজন মহানগর ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ক্যামেলিয়া চৌধুরী, সুজনের মিডিয়া সমন্বয়কারী শামীমা মুক্তা প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি