ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের আজকের বৈঠক স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে আজ মঙ্গলবার দুপুর ৩টায় অনুষ্ঠিতব্য বৈঠকটি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আপাতত নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠক কবে অনুষ্ঠিত হতে তা পরে গণমাধ্যমকে জানানো হবে।
বৈঠক স্থগিতের কারণ জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে আলোচনা হবে, তাই কমিশনের সঙ্গে ৩০ অক্টোবরের বৈঠকটি স্থগিত করা হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি