ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঈদ উদযাপনে প্রস্তুত চট্টগ্রামবাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৩, ২৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ উদযাপনে প্রস্তুত চট্টগ্রামবাসী। বন্দরনগরীতে এবার ঈদের জামাত হবে ৪৩০টি। এর মধ্যে ১৩৭টি স্থানে হবে বড় জামাত। ঈদের জামাত নির্বিঘেœ শেষ করতে সব প্রস্তুুতি শেষ করেছে সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত হবে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে সকাল ৮টায়। জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ’র পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এদিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধনে সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হবে আরো একটি ঈদের জামাত। এছাড়া সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অরো ১৬১স্থানে ঈদের জামাত হবে। চট্টগ্রামের ঈদ জামাত ঘিরে নিরাপত্তার চাদরে চট্টগ্রাম মহানগরীকে মুড়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি