ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ঈদ ঘিরে বড় ধরনের কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১৪ জুন ২০১৮ | আপডেট: ১৩:৫৮, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এবারের ঈদুল ফিতরে জঙ্গি হামলার বড় কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, ২০১৬ সালে শোলাকিয়ায় জঙ্গি হামলার মতো যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যে জঙ্গি হামলাগুলো হচ্ছে, সেসব বিষয় বিবেচনায় রেখেই কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
জামিনে মুক্তি পাওয়া আসামিদের বিষয় তিনি বলেন, জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে যাঁরা জামিনে বের হচ্ছেন, তাঁদের প্রতি পুলিশের বিশেষ নজর থাকে এবং তা করাও হচ্ছে।
ঈদের জামাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা, সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল, সোয়াত, সাদাপোশাকের পুলিশ থাকবে। ঈদের জামাতে আসা পুরুষ মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো কিছু আনতে পারবেন না। আর নারীরা হাতব্যাগ আনতে পারবে না।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি