ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ঈদ ফেরত যাত্রীদের নিয়ে মানিকগঞ্জে ট্রলার ডুবি: নিখোঁজ ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:৪৭, ২৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ ফেরত যাত্রীদের নিয়ে ঢাকায় আসার পথে যমুনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পাবনার কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার পথে মানিকগঞ্জের চরশিবালয় এলাকায় যাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়। এতে তিন যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবালয় থানা পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতদের বিষয়ে কিছুই জানা যায় নি।

শিবলয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে পাবনার কাজিরহাট এলাকা থেকে প্রায় এক শ’র মতো যাত্রী নিয়ে একটি ট্রলার শিবালয়ের আরিচা ঘাটের উদ্দেশে রওনা দেয়। ঈদ শেষে এসব যাত্রী ঢাকা ও এর আশপাশে এলাকায় কর্মস্থলে ফিরছিলেন। সকাল ১০টার দিকে শিবালয়ের আলোকদিয়া এলাকায় যমুনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে ওই ট্রলারের তিন যাত্রী নিখোঁজ হন। এদের মধ্যে দুইজন শিশু ও একজন পুরুষ যাত্রী রয়েছেন।

ওসি হাবিবুল্লাহ বলেন, প্রাথমিক অবস্থায় যাঁরা নিখোঁজ হয়েছেন পরিচয় জানা যায়নি। তাঁদের উদ্ধারে চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে যাচ্ছে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি