ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ঈদযাত্রা: কবে কোন তারিখের ট্রেনের টিকিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৬ জুলাই ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

ঈদুল আযহায় ঘরমুখো মানুষের বাড়ি ফেরার জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৮ আগস্ট থেকে। ওইদিন ১৭ আগস্টের ট্রেনের টিকিট বিক্রি হবে। ৮ থেকে ১২ আগস্ট পর‌্যন্ত রোজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর‌্যন্ত টিকিট বিক্রি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

আজ বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলন করে ট্রেনের আগাম টিকেট বিক্রির সূচি তুলে ধরেন তিনি।

মন্ত্রী এ সময় জানান, ৮ থেকে ১২ অগাস্ট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি হবে। রোজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টারে এই টিকেট পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ অগাস্ট থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকা ফেরার আগাম টিকেট বিক্রি করা শুরু হবে।  রাজশাহী, ‍খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট থেকে থেকেও বিশেষ ব্যবস্থাপনায় এই টিকেট বিক্রি হবে।

আগাম টিকিট

*৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকিট

*৯ আগস্ট বিক্রি হবে ১৮ আগস্টের টিকিট

* ১০ আগস্ট বিক্রি হবে ১৯ আগস্টের টিকিট

*১১ আগস্ট বিক্রি হবে ২০ আগস্টের টিকিট

*১২ আগস্ট বিক্রি হবে ২১ আগস্টের টিকিট

ফিরতি টিকেট বিক্রির সূচি

*১৫ আগস্ট বিক্রি হবে ২৪ আগস্টের টিকিট

*১৬ আগস্ট বিক্রি হবে ২৫ আগস্টের টিকিট

*১৭ আগস্ট বিক্রি হবে ২৬ আগস্টের টিকিট

*১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট

*১৯ অগাস্ট বিক্রি হবে ২৮ আগস্টের টিকেট

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি