ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ঈদে দুই বন্ধুর ‘পাঁচফোড়ন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১৯ আগস্ট ২০১৮

গত ঈদ উল ফিতরে প্রচার হয় ফাগুন অডিও ভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবার ঈদ উল আযহায় তারা নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’।
দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ঈদ-উল-আযহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়।
প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’।
দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টকশোর আঙ্গিকে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটির উপস্থাপনা সাজানো হয়েছে। কোরবানির ঈদকে নিয়ে মজার মজার আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর প্রতিবেদন।
এবারের পাঁচফোড়নেও দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম।
ফাগুন অডিও ভিশন জানায়, এবারের পাঁচফোড়নে গান থাকছে তিনটি। গানগুলো গেয়েছেন ঐশী, প্রতিক হাসান ও আকবর। এছাড়াও কোরবানীর গরু ও ছাগলকে নিয়ে বিভিন্ন স্থানে চিত্রায়িত একটি ভিন্নধর্মী ব্যঙ্গাত্মক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন একদল নৃত্য শিল্পী।
এছাড়াও বিভিন্ন মজার নাট্যাংশে অভিনয় করেছেন- সোলায়মান খোকা, কেএস ফিরোজ, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, কাজী আসাদ, জিল্লুর রহমান, অশোক বড়ুয়া, সাজ্জাদ সাজু, আনোয়ার শাহী, বিণয় ভদ্র, বিলু বড়ুয়া, জামিল, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, আসমা, মতিউর রহমান, বাহার, মনজুর আলম, জাহিদ চৌধুরী, হাশিম মাসুদ, স্বপনসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে। এই অনুষ্ঠানটিও পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেড এর সৌজন্যে।

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি