ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে বইছে নির্বাচনী আমেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৮ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩২, ২৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

এবারের ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে বইছে নির্বাচনী আমেজ। বড় দলগুলোর কেন্দ্রীয় অনেক নেতা সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা এলাকায় ঈদ উদযাপনের পাশাপাশি কৌশলে ব্যস্ত গণসংযোগে। খোঁজ-খবর নিচ্ছেন তৃণমূল নেতাকর্মীদের।

নিজ এলাকায় ঈদ করতে গিয়ে স্বজনদের সাথে ছুটি উপভোগ করার পাশাপাশি কৌশলে রাজনৈতিক কর্মকান্ডেও তৎপর হতে দেখা গেছে বিভিন্ন দলের নেতা ও সম্ভাব্য প্রার্থীদের। দলীয় কর্মী ও সাধারণ মানুষের সাথে করেছেন শুভেচ্ছা বিনিময়। কৌশলী গণসংযোগেও ব্যস্ত থেকেছেন অনেকেই।

সিলেটে এবার ঈদুল ফিতর উদযাপন করেছেন আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

সিলেট-১ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করার প্রস্তুতি দেখা যাচ্ছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিতের ভাই ড. এ কে আব্দুল মোমেনের। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার এ কে আব্দুল মুক্তাদিরও গুম-খুন হওয়া দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি যান।

খুলনায়ও ঈদের সময়টাতে তৎপরতা দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। ঈদ করার পাশাপাশি গণসংযোগ করেছেন।

নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির সাবেক সংসদ সদস্য
মুশফিকুর রহমান, যুগ্ম-সমন্বয়কারী, জাতীয় পার্টি
ঈদকে ঘিরে নির্বাচনী ডামাডোল রাজশাহীতে। ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

এছাড়া, সাধারণ মানুষের মন জয় করতে বিভিন্ন এলাকায় পোস্টার-ব্যানারের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক নেতারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি