ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন বন্দরনগরীর মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:২১, ২৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন বন্দরনগরীর মানুষ। বিশেষ করে নানান বয়সী মানুষের পদচারনায় মুখর পতেঙ্গা সমুদ্র সৈকত। পর্যটকদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

টানা বৃষ্টি আর জলাবদ্ধতার পর ঈদের ছুটিতে আকাশে সূর্যের দেখা পেয়ে পরিবার পরিজন নিয়ে অনেকে ছুটছেন বিনোদন কেন্দ্রে।

অনেকেই যান পতেঙ্গা সমুদ্র সৈকতে। নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারনায় মুখর সমুদ্র সৈকত।

তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লগুচাপের কারনে সমুদ্রে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশী হওয়ায় নামতে পারেনি অনেকেই। তারপরও উচ্ছাসের কমতি নেই তাদের।

ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্পটে পর্যটকদের ভ্রমন নির্বিঘœ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি