ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ঈদের জামাতের জন্য প্রস্তুত ষাটগুম্বুজ মসজিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ঐতিহাসিক ষাটগুম্বুজজ মসজিদে ঈদের সর্ববৃহৎ এবং বাগেরহাট জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। হযরত খানজাহান (র:) এর অমর সৃষ্টি ৬ শত বছরের অধিক পুরানো এই মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

বাগেরহাট জেলা প্রশাসনের ঈদ-উল আযহা উদযাপন কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাগেরহাটে ঈদুল আজহাকে ঘিরে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ষাটগম্বুজ মসজিদে দেশি-বিদেশি হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন।

দীর্ঘদিন ধরে ঐতিহাসিক ষাটগুম্বুজ মসজিদে ঈদের জামাতে স্থানীয় মুসল্লি ছাড়াও দেশি বিদেশি পর্যটকরা নামাজ আদায় করে আসছেন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, পবিত্র ঈদুল আজহার জামাত শান্তিপূর্ণভাবে করতে গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের জামাত ও আনন্দ উপভোগের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণসহ পটকা, আতসবাজি ফুটানো বন্দ, রেকর্ডার ও মাইকের মাধ্যমে গান না বাজানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া কোমল পানীয় বিক্রির নামে রাস্তার পার্শে ও মোড়ে অস্থায়ী ষ্টল তৈরি থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি