ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ঈদের তৃতীয় দিনে ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ৩ আগস্ট ২০২০

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষন থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। কিন্তু করোনা সংকটের কারণে এই আয়োজন অনেকটা সীমিত। 

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তৃতীয় দিনে যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা জেনে নেয়া যাক-
একুশে টেলিভিশন
রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘কমেডিয়ান রোবট’। রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে আ খ ম হাসান, সূচনা আজাদ, ফারুক আহমেদ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘হ্যালো মিস্টার ডিজে’। রচনা গোলাম সোহরাব অনিক, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, ঊর্মিলা। রাত ১১টা ২০মিনিটে প্রচার হবে একক নাটক ‘মেঘলা মনের মেয়ে’। রচনা ফারিয়া হোসেন, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে তারিন জাহান, সালমান মুক্তাদির প্রমুখ।

এনটিভি
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেষ রাশি’। রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, আরফান আহমেদ, সাজু খাদেম, মনিরা মিঠু, সূচনা শিকদার প্রমুখ। রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ঈদের ডায়েট’। রচনা মুনতাহা বৃত্তা। পরিচালনায় হাবিব শাকিল। অভিনয়ে জাকিয়া বারী মম, শায়েদ জামান শাওন,  সানজিদা প্রমুখ।

রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘টাম কাড’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, আরফান, জয়রাজ, শামীম জামান, মৌসুমী হামিদ, পায়েলি পায়েল, শাহনাজ খুশি, আমানুল হক হেলাল, সঞ্জীব আহমেদ প্রমুখ।

রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘গার্লফ্রেন্ডের চাপ’। রচনা রাসেল আজম। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাবিলা নূর, আজম খান, বাচ্চু, নিকুল কুমার মন্ডল প্রমুখ। রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কুহক’। রচনা মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীন। পরিচালনায় শিহাব শাহীন। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা, পলাশ, মিলি বাশার, সাবিহা জামান, জাহিদ প্রমুখ।

এটিএন বাংলা
রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘মুনিরা মঞ্জিল’। রচনা এজাজ মুন্না, পরিচালনা আনিসুর রহমান মিলন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধাারাবাহিক নাটক ‘নসু ভিলেন আসল ভিলেন’। বৃন্দাবন দাস রচিত এ নাটক পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয়ে অপর্ণা ঘোষ, চঞ্চল চৌধুরী, তানজিকা, আরফান, শাহনাজ খুশি, আখম হাসান, ফজলুর রহমান বাবু প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘তুমি বসন্তে এসো’। রচনা ইরাজ আহমেদ, পরিচালনা চয়নিকা চৌধুরী। পরিচালনা অপূর্ব, রিচি সোলায়মান। 

বাংলাভিশন
সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘সিটি অব এরর ১’। অভিনয়ে আফরান নিশো, তাসনুভা তিশা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘বড়লোকের বিটি লো’। পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে মোশাররফ করিম, ঊর্মিলা। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘সিঙ্গেল’। রচনা ও পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে তাহসান, সায়লা সাবি। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক ‘হৃদয়ে সুখের দোলা’। রচনা ও পরিচালনা জাকারিয়া সৌখিন। অভিনয়ে অপূর্ব, ফারিন।

মাছরাঙা
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে টেলিফিল্ম ‘প্রিয়তম ভালোবাসা’। রচনা তানজিলা আহমেদ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, অর্ষা। রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘বিয়ের প্রস্তুতি’। রচনা সাইফুর রহমান, পরিচালনা সাখাওয়াৎ মানিক। অভিনয়ে মিশু সাব্বির, হিমি।

চ্যানেল আই
দুপুর আড়াইটায় প্রচার হবে একক নাটক ‘বাবার বুকের ঘ্রাণ’। রচনা মেজবাহ উদ্দিন সমুন, পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে মামুনুর রশীদ, সারওয়াত আজাদ বৃষ্টি। বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম ‘অলৌকিক সংসার’। রচনা ও পরিচালনা মাহমুদ দিদার। অভিনয়ে মনোজ প্রামাণিক, মিম মানতাশা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘বংশপ্রদীপ’। রচনা শৌর্য দীপ্ত সূর্য, পরিচালনা সোহেল রানা। অভিনয়ে জাহিদ হাসান, ইমু শিকদার। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘বিহঙ্গ প্রেম’। রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। অভিনয়ে আফরান নিশো, মৌসুমী হামিদ।

আরটিভি
বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে একক নাটক ‘এবার ঈদে বাড়ি যাবই’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘অন্তরীণ’। রচনা তির্থক আহসান রুবেল, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে স্মৃতি ফামি, মুকিত জাকারিয়া। রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘স্বার্থপর’। রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন চৌধুরী। রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘ব্যঞ্জনবর্ণ’। রচনা ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ্। অভিনয়ে মোশাররফ করিম, সায়লা সাবি। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক ‘বক্কর এখন ব্যাংকার’। রচনা মিজানুর রহমান বেলাল, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম।

বৈশাখী টেলিভিশন
রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ব্রিটিশ বুদ্ধি’। রচনা ও পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে আনিসুর রহমান মিলন, নাদিয়া। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বুড়া জামাই’। রোহান রুবেল ও হানিফ খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও কেয়া পায়েল প্রমুখ।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি