ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঈদের প্রধান জামাত পরিচালনার জন্য সার্বিক নিরাপত্তাব্যবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ১৫ জুন ২০১৭ | আপডেট: ২৩:৫৫, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় ঈদগাহ ময়দানে সুষ্ঠুভাবে ঈদের প্রধান জামাত পরিচালনার জন্য সার্বিক নিরাপত্তাব্যবস্থাসহ সকল প্রকার সুযোগ-সুবিধার ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বিকেলে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতির নিয়ে সেবা দানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের মেয়র জানান, সুষ্ঠুভাবে ঈদের প্রধান জামাত আদায়ের জন্য র‌্যাব-পুলিশ ও আইন শৃংখলা বাহিনী সদস্যরা সার্বোক্ষনীক ভাবে মোতায়েনের পাশাপাশি থাকবে সিসিটিভি ক্যামেরা। ঈদ গাহ মাঠে মুসল্লিদের ওজুর পানি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গাড়ি পার্কিংসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহনের কথাও জানান সাইদ খোকন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি