ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

উইঘুরদের জন্য টোকিওতে মানবাধিকার কর্মীদের প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ৭ ডিসেম্বর ২০২২

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর চীনা কমিউনিস্ট সরকারের দমন-পীড়ন ও হত্যযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে পৃথিবীজুড়েই। 

প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের মানবতাবিরোধী এই অপরাধের প্রতিবাদে বিভিন্ন দেশে প্রতিবাদ জানিয়ে আসছে প্রবাসী উইঘুরসহ মানবাধিকার কর্মীরা।

গত রোববার জাপানের রাজধানী টোকিওতে জমায়েত হয়ে নিরবে উইঘুরদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। তারা শিনজিয়াংয়ের উইঘুরদের প্রতি সমর্থন জানান। 

সম্প্রতি শিনিজিয়াংয়ের উরুমকিতে কোভিড লকডাউনের মধ্যে অগ্নিকাণ্ডে নিহত উইঘুরদের প্রতি শ্রদ্ধাও জানান তারা।

এএনআই জানিয়েছে, জাপানে উইঘুর ইউনিয়নের নেতা বলেন, উরুমকিতে অগ্নিকাণ্ডের সময় আটকা পড়া বাসিন্দারা সেখান থেকে বের হতে পারেননি। কারণ কোভিড সংক্রমণ প্রতিরোধে সরকারের কঠোর লকডাউন চলছিল। তাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

জাপানের টোকিওতে বিক্ষোভকারীরা জানান, চীনের কোভিড পলিসি এবং জাতিবিদ্বেষী নীতি দুটোই ব্যাপকভাবে কঠোর ও দমনমূলক। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে ঘিরে সামনের দিনগুলোতে উইঘুর গ্রুপগুলো আরও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

গত ২৪ নভেম্বর শিনজিয়াংয়ের উরুমকিতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ১৫ তলায় আগুন লাগে। ধোয়া ও আগুনের শিখা কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়লে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ও ধোয়ায় শ্বাস নিতে না পেরে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে বিভিন্ন প্রতিবেদনে ৪০ জনের হতাহতের খবর আসে। 

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালেও কোভিড বিধিনিষেধের কারণে তারা প্রতিবন্ধকতার মুখে পড়েন। তারা দূর থেকে আগুন নেভান। তিন ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে দেরিতে আসার প্রতিবাদে উরুমকিতে বিক্ষোভ শুরু হয়। আর পরে তা ছড়িয়ে পড়ে গোটা চীনে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি