ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

উত্তর জনপদে বাড়ছে শীতের তীব্রতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রংপুরসহ উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। গরম কাপড়ের দোকানে দেখা দিয়েছে ভিড়। এবার ওই অঞ্চলে তুলনামূলক বেশি ঠান্ডা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

হিমালয় থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে রংপুর অঞ্চলে নভেম্বরের মাঝামাঝি থেকে দিনের বেলা তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। সন্ধ্যার পর তা আরো কমে আসে।  

চলতি সপ্তাহে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতা বাড়ায় অনেকে ছুটছেন গরম কাপড়ের দোকানে। নিম্ন মধ্যবিত্ত ও গরিবদের নিতে হচ্ছে পুরাতন জামা। তবে এবার দাম কিছুটা বেশি বলে মনে করছেন ক্রেতারা।

শীতের তীব্রতা বাড়লে, বিক্রি আরো গতি পাবে বলে আশা ব্যবসায়ীদের।

গতবছর রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। এবার তা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি