ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:২০, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বৃষ্টি কমলেও, পাহাড়ি ঢলে উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছেই। কুড়িগ্রাম, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পানিবন্দি হয়ে পড়েছে হাজার-হাজার মানুষ। আছে ত্রাণ সঙ্কট। 

উজানের পানিতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নুতন নুতন এলাকা। পানিবন্দী ৫ উপজেলার ৫০ হাজারের বেশি মানুষ।

সুনামগঞ্জে সুরমার পানি কিছু কমলেও ডুবে আছে নিচু এলাকার শতাধিক গ্রাম। বন্ধ আছে ছাতক-সুনামগঞ্জ ও বিশ^ম্ভরপুর-তাহিরপুর সড়কে যান চলাচল।

সিলেটে উঁচু এলাকার পানি কিছুটা কমেছে। কিন্তু বেড়েছে নিচু এলাকায়। দুর্ভোগে রয়েছে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার ২০ গ্রামের মানুষ।

কুড়িগ্রামে ধরলার ভাঙ্গনে সদরের চর সারডোবে ৩শ মিটার বাঁধের ঢাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিলমারীর ৯৫ মিটার ব্লক এবং উলিপুরে ৫৫ মিটার ঢাল ধসে পড়েছে। এসব এলাকায় ভাঙনের কারণে ভিটেমাটি হারা হচ্ছে বহু মানুষ।

গাইবান্ধা সদরের কামারজানি বন্দর এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। কিন্তু কমেনি ভাঙনের তীব্রতা। এরিমধ্যে অনেকের বাড়িঘর গ্রাস করেছে নদী। কেউ কেউ সরে যাচ্ছে অন্যত্র।

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইল ও সিরাজগঞ্জে ভাঙন বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে বিলীন হয়েছে দেড় শতাধিক ঘরবাড়ি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি