ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

উত্তরা গণভবন নামকরণের ৫০ বছর (ভিডিও)

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১১:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২২

দিঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণের ৫০ বছর পূর্তি আজ বুধবার। তিনশ’ বছরের পুরোনো নান্দনিক এ স্থাপনার উত্তরা গণভবন নাম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দিঘাপতিয়া রাজার বাড়ি। নাটোর শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরের এ স্থাপনা গড়ে উঠেছিল তিনশ’ বছর আগে।

দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় ১৭০৬ সালে নাটোরের রাজা রামজীবনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন ১২৫ বিঘা জমি। এর ২৪ বছর পর সেখানেই নির্মাণ করেন রাজপ্রাসাদ।

প্রাসাদের মূল ভবন ছাড়াও রাজবাড়িতে রয়েছে কুমার প্যালেস, কাচারি ভবন, কর্তারাণী বাড়িসহ ১২টি ভবন। মার্বেল পাথরের কারুকাজ করা ফুল বাগানে ইতালি থেকে আনা শ্বেত পাথরের অপূর্ব শৈলী সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে বহুগণ। 

মূল প্রাসাদে রয়েছে প্রশস্ত হলঘর। রাজার দোল মঞ্চ সাক্ষ্য দিচ্ছে রাজসিক ঐতিহ্যের আধার হিসেবে। শোভা পাচ্ছে ব্রিটিশদের তৈরি দুটি কামান।

১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি। রাষ্ট্রীয় সফরে গিয়ে নাটোরের দিঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন রূপে ব্যবহারের ঘোষণা দেন জাতির জনক। নাটোরকে দ্বিতীয় রাজধানীসহ একটি টেলিভিশন কেন্দ্র স্থাপনেরও প্রতিশ্রুতি দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের মেয়াদকালে সবশেষ মন্ত্রিপরিষদের বৈঠক হয় উত্তরা গণভবনে। 

ঐতিহাসিক এ স্থাপনার পঞ্চাশ বছর পূর্তি স্মরণ রাখতে আয়োজন হয়েছে বর্ণিল উৎসবের। করোনার কারণে অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন এলেও রাজকীয় এ স্থাপনার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর সরকার। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি