ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

উত্তরা থেকে সরিষাবাড়ির পৌর মেয়র ‘নিখোঁজ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ব্যবসায়িক কাজে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন জামালপুরের সরিষাবাড়ি পৌর মেয়র রুকুনুজ্জামান (রুকন)। তিনি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের ৬০ নং বাসা থেকে বের হওয়ার পর থেকেই রুকুনুজ্জামান নিখোঁজ রয়েছেন অভিযোগ করেছে তার পরিবার।

এদিন দুপুর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়ায় থানায় জিডি করেছেন রুকুনুজ্জামানের বড় ভাই সাইফুল ইসলাম টুকন। উত্তরা পশ্চিম থানায় করা সাধারণ ডায়েরি নং-১৬১১।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রুকনের খোঁজ মেলেনি। জিডিতে বলা হয়, সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাসার পাশের পার্কে যাওয়ার কথা বলে বের হন রুকুনুজ্জামান। সোমবার দুপুরের পর থেকে তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

সাইফুল ইসলাম টুকন গণমাধ্যমকে বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার পর মোবাইলে ২০-২৫ বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এরপর দুপুর ১টার পর থেকে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তার খোঁজও মেলেনি।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, সরিষাবাড়ির পৌর চেয়ারম্যান রুকুনুজ্জামানের নিখোঁজের ঘটনায় পুলিশ কাজ শুরু করেছে। আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে তদন্ত করছি। বিভিন্ন পর্যায়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য, নিখোঁজ রুকুনুজ্জামান জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। পৌর মেয়রের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যবসা করেন।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি