ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

উন্নয়ন ও প্রশ্নোত্তর পর্বে জনতার মুখোমুখি এমপি শাওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:১৪, ২২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

উন্নয়ন জনগনের প্রশ্নোত্তর পর্বে এই প্রথম বারের মতো জনতার মুখোমুখি হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে ভোলার লালমোহনের ‘সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শিরোনামে অনুষ্ঠানে তিনি জনগনের মুখোমুখি হন।

এ সময় সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনবাসীর বিভিন্ন উন্নয়ন, প্রশ্নোত্তর পর্ব এবং জনগণের পরামর্শ গ্রহণ করেন।

প্রশ্নোত্তর পর্বে দুই উপজেলার কৃষক, জেলে, ঈমাম, ছাত্র-শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং তৃনমুলের জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
এমপি শাওন তার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে আগামীতে সব ধরনের উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধিসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে এবং এর ধারা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  আগামীতে নৌকা মার্কায়  ভোট দেওয়ার আহবান জানায় তিনি।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি