ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শেখ হেলাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ২৫ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারি শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ‘দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সকলে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলে দেশের ও দশের উন্নয়ন হয়।’       

মঙ্গলবার বিকালে উপজেলা সদরে কাজী আজহার আলী কলেজ মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, গত ১০ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন করেছে আওয়ামী লীগ। সারাদেশে নৌকার জোয়ার দেখে ষড়যন্ত্রকারী স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তিরা এক হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নামে এক মঞ্চে উঠে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সোনার বাংলাকে আবারও পাকসেনাদের হাতে তুলে দিতে চায়। আগামি ৩০ ডিসেম্বর সকলকে সতর্ক থাকতে হবে। নৌকার বিজয় নিয়ে আপনারা ঘরে ফিরবেন।  

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল আরও বলেন,  আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের মৃত প্রায় মোংলা বন্দরকে সচল করেছে।  

বাগেরহাটের খানজাহান আলী বিমান বন্দর, খুলনা-মোংলা রেলপথ, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কসহ বাগেরহাটে হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছে। নৌকায় ভোট দিলে পদ্মা সেতুর বদৌলতে বাগেরহাট, খুলনা, যশোর পরিণত হবে শিল্প শহরে। আসছে নির্বাচনে নৌকায় ভোট দিলে পরবর্তী পাঁচ বছরে দক্ষিণাঞ্চলে কোন বেকার থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাসের সভাপত্বিতে উপজেলা সদরে কাজী আজহার আলী কলেজ মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, মহিলা এমপি হ্যাপি বড়াল, আওয়ামী লীগ নেতা শিব প্রসাদ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু প্রমুখ।  

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি