ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মৌসুমি নিম্নচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর আগেও এ ধরণের সতর্কতার কথা বলা হয়েছিল। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে। এ সময় সাগর উত্তাল থাকতে পারে বলে জানানো হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এসব কথা বলা হয়। এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচলের কথা বলা হয়।

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের উত্তর ওডিশা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর ওডিশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি