ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

উপজেলা পরিষদ চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:১২, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

শেরপুরের নকলা উপজেলা চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী ওরফে মুনির চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরশহরের ইশিদপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহবুব এবারই প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মুনির চৌধুরী সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই। তিনি ২০১৪ সালে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মাহবুব আলী চৌধুরী নকলা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। এর আগে তিনি একাধিকবার চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি