ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২০

তুরস্কের এ উড়ন্ত গাড়িটির নামা ‘সেজারি’- ডেইলি সাবাহ

তুরস্কের এ উড়ন্ত গাড়িটির নামা ‘সেজারি’- ডেইলি সাবাহ

তুরস্ক এই প্রথম বারে মতো একটি উড়ন্ত গাড়ির পরীক্ষা চালিয়েছে। গত মঙ্গলবার ইস্তাম্বুলে সফলভাবে গাড়িটি পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে এর নির্মাতা কোম্পানি বায়েকার। ১২ তম শতাব্দীর সময় পূর্ব আনাতোলিয়ার বাসিন্দা ও ইসলামী স্বর্ণযুগের প্রকৌশলী ইসমাইল আল-জাজেরী নামে গাড়িটির নামকরণ করা হয়। খবর ডেইলি সাবাহ’র। 

নির্মাতা প্রতিষ্ঠান বায়েকার এক বিবৃতিতে বলেছে, তুর্কি প্রকৌশলীদের তৈরী সেজারি নামক উড়ন্ত গাড়িটি ২৩০ কেজি ওজনের প্রোটোটাইপ পরীক্ষার সময় ১০ মিটার অতিক্রম করেছে। পরীক্ষাটি কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলকুক বায়ারাক্টারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সেলকুক বলেন, ‘তুরস্ক আগামীকালের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীতে আমরা আরও উন্নতমানের পরীক্ষা চালাবো।’ গাড়িটিতে বাজারজাত করতে আরও ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সময় লাগবে বলে জানান তিনি। 

নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, সেজারি বর্তমানে কেবল একজন যাত্রী বহন করতে পারবে। তবে এর পরবর্তী সংস্করণে আরও কিছু জায়গা থাকবে। এটি যাত্রী ও পণ্যবাহী উভয় ক্ষেত্রে ব্যবহার উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

গেল বছরের ১৭ থেকে ২২ সেপ্টেম্বর গাড়িটি প্রথম প্রদর্শিত হয়। সে সময় তুরস্কের আতাতুর্ক বিমানবন্দরে অনুষ্ঠিত একটি বাণিজ্য মেলায় এটি দেখানো হয়।

ডেইলি সাবাহ জানায়, ভবিষ্যতে গাড়িটি নগর পরিবহনের জন্য ব্যবহার করা যাবে। সেজারি উড়ন্ত গাড়িটি ভবিষ্যতে নগরীতে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি