এ বছরের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন : সিইসি
প্রকাশিত : ১১:২৪, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫১, ১৪ নভেম্বর ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, ‘এদেশে কখনও রাষ্ট্রপতি শাসিত, কখনও সেনাবাহিনীর অধীনে, কখনও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এ বছরের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। এবারই কোন নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হচ্ছে।’
তিনি আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয় নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনের সময় এসব কথা বলেন।
সিইসি এসময় নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যেতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।’
এসএ/
আরও পড়ুন