ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

এই দিনে পিছু হটতে থাকে পাকিস্তানী বাহিনী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আজ দোসরা ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়াসহ অনেক জায়গা থেকে পিছু হটতে থাকে পাকিস্তানী বাহিনী। সিলেট ও কুষ্টিয়ার মত অনেক স্থানে ব্যাপক প্রাণহানীর কারণে বিপর্যস্ত হয় পাকবাহিনী। সেই সাথে বাড়তে থাকে মুক্তাঞ্চল। মুক্তিযোদ্ধাদের সাফল্যগাঁথা গুরুত্ব দিয়ে প্রকাশিত হতে থাকে বিশ্ব গণমাধ্যমে।

অপ্রস্তুত পাকিস্তানী বাহিনী। ১৯৭১ সালের এই সময়ে দিনাজপুর থেকে অগ্রসর হয়ে মুক্তিযোদ্ধারা পঞ্চগড় মুক্ত করে এগিয়ে চলে ঠাকুরগাঁওয়ের দিকে। বীরদর্পে বিভিন্ন ঘাঁটিতে অতর্কিত হামলায় তখন দিশেহারা পাকিস্তানী বাহিনী।

এদিকে, আখাউড়া রেল স্টেশনে চলে সম্মুখ যুদ্ধ। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে বাতাসে শুধুই ভাসতে থাকে বারুদের গন্ধ।

ঢাকার রামপুরা ও মালিবাগে গেরিলাদের অপারেশনে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। তখন আন্তর্জাতিক গণমাধ্যমে শুধুই মুক্তিযোদ্ধাদের বিজয়গাঁথা।

সময়ের সাথে কৌশল পরিবর্তন করছিলেন গেরিলাও।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি