ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘এইচ-টু-ও’ বিতর্কে বিব্রত অনন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৩ অক্টোবর ২০১৮

বিতর্ক যেনো পিছু ছাড়ছে না ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের ক্ষেত্রে। গতবছর বিয়ের খবর গোপন করা, একজন প্রতিযোগির নাম ঘোষণা করে অন্যজনকে মুকুট পড়িয়ে দেওয়াসহ বিভিন্ন ধরণের বিতর্ক সৃষ্টি করে এই ইভেন্টটি। তবে এবার এসেছে ভিন্ন প্রসঙ্গ। বিচারকদের প্রশ্নে প্রতিযোগিদের উত্তর দেওয়ার ধরণ নিয়ে সোশ্যাল সাইডে চলছে বিতর্ক।

এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন অনন্যা অনু। গ্র্যান্ড ফিনালে ভুল উত্তর দেওয়ায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন হচ্ছে আলোচনা ও সমালোচনা।

সেদিন বিচারক খালেদ হোসেন সুজন অনন্যাকে প্রশ্ন করেন, ‘এইচ-টু-ও মানে কী?’ উত্তরে অনন্যা বলেছিলেন, ‘এইচ-টু-ও নামে ধানমণ্ডিতে একটি রেস্টুরেন্ট আছে।’

অনন্যার উত্তর শোনার পর থেকে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অনন্যা বলেন, ‘এইচ-টু-ও নিয়ে এত কথা হবে, বুঝতে পারিনি। প্রথমত, প্রশ্নটা আমি বুঝতে পারিনি। আমাকে যদি বলা হতো কিসের সংকেত? তাহলে হয়তো আমি বুঝতে পারতাম। সঠিক উত্তরও দিতাম। আসলে আমি প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, শ্রদ্ধেয় বিচারক স্যার হয়তো মজা করে প্রশ্নটা করেছেন। মূল প্রশ্ন পরে করবেন। আমি মেনে নিচ্ছি, আমি ভুল উত্তর দিয়েছি। তাই বলে এটা এত ভাইরাল হবে? সবকিছুর তো ইতিবাচক ও নেতিবাচক দিকও থাকে। এ ঘটনারও হচ্ছে। যারা আমাকে ইতিবাচক কিংবা নেতিবাচক কথা বলছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে আরও ভালো কাজ করতে পারি।’

তিনি আরও জানান, ‘গতকাল ধানমণ্ডির এইচ-টু-ও রেস্টুরেন্ট থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমিও গিয়েছিলাম। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সবাই আমাকে সম্মান জানিয়েছেন। বনানীতে তাদের রেস্টুরেন্টের শাখা আছে, সেখানেও আমাকে যেতে বলেছেন। আমি হয়তো সেখানেও যাব।’

উল্লেখ্য, ঢাকা আইডিয়াল কলেজে বাণিজ্য বিভাগে পড়ছেন অনন্যা অনু। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় আসার আগে থেকেই মিডিয়ায় তার পথচলা শুরু। তার অভিনীত ‘চাপাবাজ’ ধারাবাহিক প্রচারিত হচ্ছে। এর আগে ডিএ তায়েব পরিচালিত ‘ডিবি’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি