ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

একনেকে ১৩টি উন্নয়ন প্রকপ্লের অনুমোদন (ভিডিও)

প্রকাশিত : ১৫:২৯, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মহাসড়কের পাশে ধীর গতির যানবাহন চলাচলের জন্য আলাদা লেন রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথম একনেক সভায় সড়কে যানবাহন চলাচলে সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানোরও তাগিদ দেন তিনি। সভায় ৭ হাজার ৭শ’ ৪৪ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় অনুমোদন করা হয় ৭ হাজার ৭শ৪৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে ১৩ টি উন্নয়ন প্রকল্প। প্রকল্পের বিস্তারিত নিয়ে আলোচনার এক পর্যায়ে মহাসড়কে যান চলাচল ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

শিশুদের বিনোদন এবং সবুজায়নের প্রয়োজনেই গুলিস্তানের জিপিওর জায়গাটিতে খোলা মাঠ করার নির্দেশনাও এসেছে সভা থেকে। আলোচনা হয়েছে আগারগাঁওয়ে স্থানান্তরিত ডাক বিভাগকে আধুনিক করারও।

মন্ত্রী জানান, বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার শতকরা ৯৪ দশমিক তিন দুই ভাগ। এরমধ্যে প্রকল্প ব্যয় ১ লাখ ৬৬ হাজার ৫শ৯৩ কোটি টাকা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি