ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

কোটাব্যবস্থা সংস্কার

একাংশের আন্দোলন মঙ্গলবার পর্যন্ত স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:০২, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একটি অংশের চালিয়ে যাওয়া আন্দোলন কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন একাংশের নেতারা। সরকারের আশ্বাস না মেনে অবস্থান চালিয়ে যাওয়া এ অংশটি আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় আবারও শাহবাগ এলাকায় অবস্থান শুরু করবেন বলে জানা যায়। 

সরকারের আশ্বাসে কোটা সংস্কারের আন্দোলন আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এর আগে সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন একটি পক্ষ। তবে নেতাদের ওই স্থগিতাদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল অপর একটি অংশ।     

আন্দোলনকারীদের এ অংশটি জানায়, তাদের অবস্থানের আশপাশে ছাত্রলীগের নেতারা সশস্ত্র অবস্থান নেওয়ায় তারা নিরাপদ মনে করছেন না। তাই আন্দোলন আজকের (সোমবার) মতো স্থগিত। সোমবার রাতে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং বাংলা একাডেমি এলাকায় অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন। এ তিন স্থানে হাজার হাজার আন্দোলনকারী ছিলেন। কিন্তু রাত বাড়ার সাথে সাথে আন্দোলনকারীদের এ অংশের শিক্ষার্থীরা চলে যেতে থাকেন। কমতে কমতে একপর্যায়ে আন্দোলনকারীর সংখ্যা ১০০-তে নেমে আসে।

এ সময় আন্দোলনকারীদের এ অংশের নেতা বিপাশা চৌধুরী নামের এক শিক্ষার্থী অভিযোগ করেন, আমাদের আন্দোলনের আশপাশে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘোরাঘুরি করছেন। এতে আমরা নিরাপদ মনে করছি না। তাই আজকের মতো আমাদের আন্দোলন স্থগিত করা হলো।  

বিপাশা চৌধুরী আরও বলেন, আমরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাব। পরদিন ১৬ এপ্রিল ‘চল চল ঢাকা চল’ শিরোনামে কর্মসূচি পালন করা হবে। 

এদিকে বিদ্যমান কোটার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে, সরকারের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আগামী ৭ মে পর্যন্ত স্থগিত করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে আন্দোলনকারীদের প্রায় পৌনে ২ ঘণ্টা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তারা সরকারের আশ্বাসে আগামী ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করছেন। তিনি বলেন, সরকারের সাথে বৈঠকে আজকের মধ্যে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সবাইকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 

বৈঠক শেষে সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ফিরে ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। তারা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, বাংলা একাডেমি এলাকায় পৃথকভাবে অবস্থান নিয়ে ওই সিদ্ধান্তকে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, কোটা সংস্কারে সুস্পষ্ট আশ্বাস না দিলে তাদের পক্ষে এ দাবি মানা সম্ভব নয়। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না থাকায় তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
উল্লেখ্য, বিদ্যমান কোটাব্যবস্থার সংস্কার চেয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ দফায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছে। গত রোববার তাদের পদযাত্রা ও অবস্থা কর্মসূচি চলাকালে ঢাকায় পুলিশ বাধা দিলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশসহ শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন।

আর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি