ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

এখন পর্যন্ত কোথাও যানজট নেই: কাদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৩ জুন ২০১৮ | আপডেট: ১৫:৩৯, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আশ্বস্ত করেছিলাম গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদে ঘরে ফেরা ভালো হবে। এখন পর্যন্ত কোথাও যানজট দেখা যায়নি। আশা করছি, শেষ পর্যন্ত এ ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে পারব। সবাইকে নিয়ে সে চেষ্টা চলছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালের নিরাপত্তা পরিস্থিতি ও ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাস্তার কারণে এবার কোথাও যানজট হবে না। কারণ, আমরা চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ফোর লেন চালু করেছি।
এ সময় সওজ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি