ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এড. মঞ্জুরুল ইমামের ১৫তম শাহাদাৎবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

খুলনা মহানগর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এড. মঞ্জুরুল ইমাম-এর ১৫তম শাহাদাৎবার্ষিকী আজ। ২০০৩ সালের এ দিনে আদালতে যাওয়ার সময় তার বাড়ির সামনে বোমা ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা জুনিয়র আইনজীবী এড. বিজন বিহারী মন্ডল, রিকশা চালক শহিদুল ইসলাম আকন্দও নিহত হন।
এদিকে শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে মহানগর আ’লীগ। কর্মসূচির মধ্যে শনিবার সকাল ৮টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি শুরু হয়ে শামসুর রহমান রোডে অকুস্থলে মঞ্জুরুল ইমামের প্রতিকৃতিতে মাল্যদান, মাল্যদান শেষে বয়রায় মরহুমের কবর জিয়ারত এবং মুন্সি বাড়ি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

১৬নং ওয়ার্ড আ’লীগ এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে। মহানগর আ’লীগের উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি