ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

এনডিসি, ডিএসসিএসসির যৌথ সভায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:২৯, ২ ডিসেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-র পরিচালনা পর্ষদের ১৮তম যৌথ সভায় অংশগ্রহণ করেছেন।

গণভবনে অনুষ্ঠিত এই সভায় এনডিসি ও ডিএসসিএসসি’র চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারেক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেইন সভায় যোগ দেন।

বৈঠকে অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা সচিব (সিনিয়র) ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, জনপ্রশাসন সচিব (সিনিয়র) কে এম আলী আজম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব (সিনিয়র) মাহবুব হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র) আবদুর রউফ তালুকদার, পররাষ্ট্র সচিব (সিনিয়র) মো. মাসুদ বিন মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মোশফিকুর রহমান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি