ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

এবছরই চীনকে হটিয়ে ইইউ’র বাজার দখল বাংলাদেশের (ভিডিও)

মহিমা পলি, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৫ অক্টোবর ২০২২

ইউরোপের বাজারে দ্রুত বাড়ছে পোশাক রপ্তানি। বছরের প্রথম ৬ মাসে প্রবৃদ্ধি প্রায় ৪৫ শতাংশ। বিদ্যমান ধারা অব্যাহত থাকলে চীনকে হটিয়ে এবছরই ইইউ’র বাজারে শীর্ষস্থান দখল করবে বাংলাদেশ। এমন পূর্বাভাস দিয়েছে ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট।

বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। মোট রপ্তানির ৬০ ভাগের বেশি হয় এই অঞ্চলে। 

এমন বাস্তবতায় সুখবর দিলো ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট। সংস্থাটি বলছে, এবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৪ দশমিক ৬ শতাংশ। এ সময় বাংলাদেশ রপ্তানি করেছে ১১ দশমিক ৩১ ডলারের তৈরি পোশাক। 

অন্যদিকে, ২১ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এ সময়ে ইইউতে চীনের রপ্তানির পরিমাণ ছিল ১২ দশমিক ২২ বিলিয়ন ডলার। 

বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, “একটা স্নায়ুযুদ্ধ চলছে আমেরিকা-ইউরোপের সঙ্গে চায়নার। ফলে চায়নার অর্ডার কমে গেছে।”

তবে এজন্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতার পাশাপাশি ক্রেতাদের বিদ্যমান চাহিদা বজায় থাকা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। 

শহিদুল্লাহ আজিম বলেন, “লোকাল কোনো সমস্যা না হলে, গ্যাস-বিদ্যুৎ যদি ঠিক থাকে তাহলে চায়নাকে আমরা ছাড়িয়ে যাব।”

ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানির উচ্চপ্রবৃদ্ধিকে স্বস্তিদায়ক বলছেন অর্থনীতিবিদরা। তবে অন্য বাজারগুলোতেও অবস্থান শক্তিশালী করার পরামর্শ তাদের।

অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলাম বলেন, “পুরো পোশাকখাতের ডিমান্ড বেড়ে গেছে। অন্যান্য কান্ট্রির চেয়ে আমাদের দেশ থেকে বেশি আমদানি করছে। প্রতিযোগিতামূলক বাজারে যতগুলো বাঁধা আছে সেই বাঁধাগুলো অতিক্রম করতে হবে। এর জন্য একটি সমন্বিত উদ্যোগ দরকার।”

ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয়স্থানে তুরস্ক। জানুয়ারি-জুন সময়ে ইইউ দেশগুলোতে তুরস্ক রপ্তানি করে ১০ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক। দেশটির রপ্তানি-প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি। কম্বোডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ভারতও পোশাক রপ্তানিতে উচ্চপ্রবৃদ্ধি দেখেছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি