ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

এবার কর্মী ছাটাই করবে মেটা: রয়টার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

এবার ফেসবুকের পিতৃ কোম্পানি মেটা বড় সংখ্যক কর্মী ছাটাই শুরু করতে চলেছে। চলতি সপ্তাহেই এই কার্যক্রম শুরু হবে। খবর রয়টার্স।

তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।

চলতি বছর প্রায় হাফ ট্রিলিয়ন ডলার লোকসান গুনেছে মেটা। সামনে আরও ক্ষতির শঙ্কায় আছে প্রতিষ্ঠানটির। টিকটকের ক্রমবৃদ্ধি, অ্যাপলের নীতি পরিবর্তনসহ নানা কারণে কোম্পানিটি ক্ষতির মুখে পড়ছে। 

আর এইসব কথা বিবেচনায় খরচ কমাতে কর্মী ছাটাইয়ের পথে হাঁটছে মার্ক জাকাবার্গের মালিকানাধীন এই কোম্পানি। তবে এই যাত্রায় কতো সংখ্যক কর্মী ছাটাই করবে মেটা সে বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: রয়টার্স
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি