ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

এবার বাসে করে টুঙ্গিপাড়া যাচ্ছেন মন্ত্রীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নতুন মন্ত্রিসভার সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা এবারও বাসে করে যাচ্ছেন টুঙ্গিপাড়া। এর আগে মঙ্গলবারও নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা বাসে করে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বুধবার সকাল ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তারা।
সকাল সাতটায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে মন্ত্রিসভার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন। এনা পরিবহনের তিনটি বাসে করে সেখানে যাচ্ছেন তারা। সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছার কথা রয়েছে তাদের।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে ওই বাসে করেই মন্ত্রীরা ঢাকায় ফিরবেন বলে জানান এক কর্মকর্তা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি