ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

এবার বিস্কুটের কার্টনে ১২ গোখরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:২৯, ১৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

এবার একটি দোকানের বিস্কুটের কার্টনের ভেতর ১২টি গোখরা মিলেছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট বাজারে বৃহস্পতিবার রাতে ওই দোকোনের কার্টুনে সাপগুলে পাওয়া যয়। পরে এগুলো মেরে ফেলা হয়েছে।

দোকানের মালিক নিজাম আলী গণমাধ্যমক জানান, এদিন রাত ৯টার দিকে তিনি বেচা-কেনা করছিলেন। হঠাৎ দোকানের একটি বিস্কুটের কার্টনে চোখ পড়তেই দেখি একটি সাপ নড়াচড়া করছে।

তিনি বলেন, প্রথমে আমরা ওই সাপটি মেরে ফেলি। এর পর দেখতে পাই, ছোট ছোট অনেকগুলো সাপ এদিক-ওদিক ছুটছে। একে একে ১২টি সাপ পাওয়া যায়। সবগুলোকেই মেরেছি। রাতে ভয়ে দোকান বন্ধ করে রাখা হয়।

উল্লেখ্য, এর আগে গত ৫ এবং ৬ জুলাই সাতক্ষীরা সদরে এক জনের বাড়িতে ৭৬টি গোখরা ও আশাশুনি উপজেলায় এক জনের ৫০টি ডিম পাওয়া গেছে। এ ছাড়া ৪ জুলাই রাজশাহী মহানগরীর বুধপাড়া মহল্লার বাসিন্দা মাজদার আলীর শোয়ার ঘরে মারা পড়ে ২৭টি গোখরা। ৬ জুলাই রাজশাহীর তানোর পৌরসভার ভদ্রখণ্ড মহল্লার কৃষক আক্কাস আলীর রান্নাঘরে পাওয়া যায় আরো ১২৫টি গোখরা সাপ।

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি