ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

এবার মুরালিধরনকে নিয়ে সিনেমা বানাচ্ছে ভারত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ২৩ জুলাই ২০১৯

রীতিমত বায়োপিক নির্মাণের হিড়িক পড়েছে বলিউডে। এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন, মেরি কম, মিকা সিংকে নিয়ে জীবনীভিত্তিক সিনেমা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে লংকান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের ক্যারিয়ার নিয়ে সিনেমা।

মুরালিধরনের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন দক্ষিণের তামিল অভিনেতা বিজয় সেতুপতি। শোনা যাচ্ছে, সিনেমাটির নাম হবে- '৮০০'। তবে বর্তমানে নতুন তিনটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না বিজয়। 
 
লঙ্কান কিংবদন্তী মুরালিধরন ১৯৭২ সালে ক্যান্ডিতে জন্ম গ্রহণ করেন। ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তিনি। বর্ণাঢ্য এ ক্যারিয়ারে ১৩৩টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলে এক হাজার ৩৪৭ উইকেট নেন মায়াবি স্পিন জাদুকর। 

এর মধ্যে শুধু টেস্টেই শিকার করেন সর্বোচ্চ ৮০০ উইকেট। মূলত এ নিয়েই তৈরি হচ্ছে তাঁর বায়োপিক।

এনএস/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি